logo
logo

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

অবিলম্বে অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশকাশ ও অংশীজনের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আজ বুধবার (২১ মে) আগারগাঁওয়ে এনবিআর ভবনে ঐক্য পরিষদ এ ঘোষণা দিয়েছে।

ঐক্য পরিষদ বলছে, আজ বুধবার থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি, আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, ঢাকা ও ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন, আগামী শনিবার ও রবিবার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

https://gsnewsbd.com/news/national/1f036159-a947-68c0-a4ee-5604a495c4c1


logo
প্রকাশক: মো: মাসুদ আলম, সম্পাদক: শ্যামল দত্ত, নির্বাহী সম্পাদক: এস, এম হোসেন বাবলা
Copyright © All Rights Reserved.