logo
logo

গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ

অনলাইন রিপোর্ট

গাজায় যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার ও গাজার জনগণের সীমাহীন দুর্ভোগের অবসান ঘটাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি ও সংলাপই যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় এবং এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক উদ্যোগকে সহজতর করতে সব অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করে। বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার ও গাজার জনগণের সীমাহীন দুর্ভোগের অবসান ঘটাবে।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে আরও উল্লেখ করেছে, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাংলাদেশ গাজায় শান্তি বজায় রাখতে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি নিজেদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে, যার মধ্যে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

https://gsnewsbd.com/news/national/1f0a4f1a-f7db-6490-8571-b5ef2bc8d832


logo
প্রকাশক: মো: মাসুদ আলম, সম্পাদক: শ্যামল দত্ত, নির্বাহী সম্পাদক: এস, এম হোসেন বাবলা
Copyright © All Rights Reserved.