বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার
স্টাফ রিপোর্টার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ছবি: সংগৃহীত
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করা হয়। তল্লাশিতে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬টি অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার ও ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
https://gsnewsbd.com/news/national/1f0b2570-78fd-6150-9af3-1453266da093
