ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-তাসকিন
নিজস্ব প্রতিবেদক
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-তাসকিন
কলম্বোয় তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা লিটন দাস শ্রীলঙ্কা সিরিজে ফিরে প্রথম ম্যাচে ডাক মারেন। দ্বিতীয় ম্যাচেই তাকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় নেওয়া হয়েছে শামীম পাটোয়ারিকে। জাকের আলী উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন পেসার হাসান মাহমুদ। রিশাদ হাসানের একাদশে ঢোকার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তানভীর ইসলামকে একাদশে রাখা হয়েছে।
কলম্বোর আকাশ মেঘলা। সন্ধ্যা নাগাদ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারওপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাও কঠিন হয়। টস জয়ী দলকে তাই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবতে হয়নি।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
https://gsnewsbd.com/news/sports/1f0597c5-3356-63b0-947b-74cf5f246649